বংশের নাম
:
হাজী কাছম আলীর গোষ্ঠী
উপরের ছবিতে হাজী
কাছম আলীর বংশের বর্তমান প্রজন্মের নেতা মোঃ জরু মিয়া (সাবেক মেম্বার লালপুর ইউপি)সহ
বংশের নানা বয়সের লোকজনের একাংশের দৃশ্য
|
তথ্য প্রদানকারির নামঃ জরু মিয়া
বংশ পরিচিতি : ধারনা করা হয় আজ থেকে প্রায় চারশত বছর আগে এই বংশের আদি পুরুষ ফজু ব্যাপারি অত্র এলাকায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এটি লালপুরের
একটি উল্লেখযোগ্য বড় অংশ । এই বংশের লোকসংখ্যা হবে প্রায় ৩০০০ (তিন হাজার ) এর মত । তবে এই বংশটি বর্তমানে বিভিন্ন ছোবায় বিভক্ত রয়েছে । হাজী কাছম আলীর
গোষ্ঠীর মান্যগন্য ব্যক্তিগণ যারা বর্তমানে বেঁচে নেই তারা হলেন (১) দেয়ারিশ পর্দাইন্যা : তিনি অত্র এলাকার মাথাব্বর ছিলেন উনার পিতা ছিলেন আনছর আলী (২) হাজী কাছম আলী : তিনি এক সময় এই বংশের মোরব্বী অত্র এলাকার
সরদার ও মান্যগন্য ব্যক্তি ছিলেন এবং উনার নামানুসারেই বর্তমান বংশটির নামকরন চলে আসছে । হাজী কাছম আলীর পিতা ছিলেন কোরবান আলী
(৩) আব্দুল হামিদ মাথাব্বর : তিনি বিশিষ্ট্ সমাজ সেবক ও সরদার ছিলেন। (৪) মুক্তিযোদ্ধা রুকন উদ্দিন : রুকন উদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তি ও যোদ্ধা ছিলেন । উনার পিতা গাফর ব্যাপারী ,হাজী কাছম আলীর গোষ্ঠীর মান্যগন্য ব্যক্তিগন যারা বর্তমানে বিভিন্ন ভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাছে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন তারা হলেন (১) মো: জরু মিয়া ,হাজী কাছম আলী বংশের বর্তমান পরিষদের একজন সম্মানিত মেম্বার ছিলেন এবং সেই সময় বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে উক্ত ওর্য়াডের উন্নয়ন সাধক করেন।
(২) সুলতান উদ্দিন কবিরাজ : তিনি লালপুর ইউনিয়ন পরিষদে সাবেক মেম্বার এবং সমাজ সেবক । (৩) মো: রহিম মিয়া : তিনি লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার এবং বিশিষ্ট সমাজ সেবক ।
No comments:
Post a Comment